০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য খাইয়ে পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের ৫ জন সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছি। পরবর্তীতে পরিবারের তিন জনসহ আরো দুজন মেহমান এ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। শুক্রবার সকালে উঠে দেখি গেট ও বক্স ভেঙ্গে সোনার গয়না ও মালামাল নিয়ে গেছে। রাতের কোনো এক সময় বাড়িতে রক্ষিত ১২ ভরি সোনা, নগদ দেড় লক্ষাধিক টাকা, জমির দলিল এবং ভোটার আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজ পত্র ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী মোঃ ইলিয়াস গাজী ও তাহার স্ত্রী নাছিমা আক্তার, কাজের লোক জাহানারা, মেহমান রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়ার মোঃ ফারুক সানা ও আব্দুর রশিদ মোড়ল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অচেনা পয়জন খাওয়ার ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Update Time : ১১:৪০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য খাইয়ে পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের ৫ জন সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছি। পরবর্তীতে পরিবারের তিন জনসহ আরো দুজন মেহমান এ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। শুক্রবার সকালে উঠে দেখি গেট ও বক্স ভেঙ্গে সোনার গয়না ও মালামাল নিয়ে গেছে। রাতের কোনো এক সময় বাড়িতে রক্ষিত ১২ ভরি সোনা, নগদ দেড় লক্ষাধিক টাকা, জমির দলিল এবং ভোটার আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজ পত্র ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী মোঃ ইলিয়াস গাজী ও তাহার স্ত্রী নাছিমা আক্তার, কাজের লোক জাহানারা, মেহমান রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়ার মোঃ ফারুক সানা ও আব্দুর রশিদ মোড়ল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অচেনা পয়জন খাওয়ার ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।