পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এ্যাড.শফিকুল ইসলাম কচি,কবি লুৎফর রহমান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক মাধুরি রানী সাধু, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি,তৃষা বিশ্বাস, গৌতম ভদ্র, দিবাশিস সাধু প্রমুখ
প্রকাশ ঘোষ বিধান 






















