১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক

কুটনীতিক প্রতিবেদক।।
বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, বিদ্যমান পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে, আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সাথে বাংলাদেশের গণসমর্থন যেভাবে ছিল, তেমনই আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে, ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের মানবাধিকার ফিরিয়ে আনার ব্যাপারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব ছিল। সেই শঙ্কা কাটিয়ে আগামী দিনে আমরা কীভাবে বাংলাদেশ গড়ব। ইউএন ইজ এ মেজর পার্টনার। তাদের সমর্থন প্রয়োজন আছে, তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করছে। সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ব, এটাই এখানে আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, গত রাতে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইউনাইটেড ন্যাশন সমর্থন জানিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সকল স্টেকহোল্ডারস, রাজনৈতিক দল, সিভিল সোসাইটির প্রতিনিধি, সংগঠনের সাথে আলাপ করছি। আজকে আমরা বিএনপির সাথে আলোচনা করেছি।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য কিভাবে জাতিসংঘ সহযোগিতা করতে পারে, আন্দোলনকে ঘিরে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তার ইনভেস্টিগেশনে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে এবং উন্নয়ন অগ্রাধিকারে কী সহযোগিতা করা যায়, সেসব বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে উন্নয়নে সহযোগিতা দিয়ে যাবো।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করছি, সহসা রাস্তায় সহিংসতা বন্ধ এবং সর্বত্র শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক

Update Time : ১১:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

কুটনীতিক প্রতিবেদক।।
বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, বিদ্যমান পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে, আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সাথে বাংলাদেশের গণসমর্থন যেভাবে ছিল, তেমনই আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে, ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের মানবাধিকার ফিরিয়ে আনার ব্যাপারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব ছিল। সেই শঙ্কা কাটিয়ে আগামী দিনে আমরা কীভাবে বাংলাদেশ গড়ব। ইউএন ইজ এ মেজর পার্টনার। তাদের সমর্থন প্রয়োজন আছে, তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করছে। সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ব, এটাই এখানে আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, গত রাতে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইউনাইটেড ন্যাশন সমর্থন জানিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সকল স্টেকহোল্ডারস, রাজনৈতিক দল, সিভিল সোসাইটির প্রতিনিধি, সংগঠনের সাথে আলাপ করছি। আজকে আমরা বিএনপির সাথে আলোচনা করেছি।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য কিভাবে জাতিসংঘ সহযোগিতা করতে পারে, আন্দোলনকে ঘিরে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তার ইনভেস্টিগেশনে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে এবং উন্নয়ন অগ্রাধিকারে কী সহযোগিতা করা যায়, সেসব বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে উন্নয়নে সহযোগিতা দিয়ে যাবো।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করছি, সহসা রাস্তায় সহিংসতা বন্ধ এবং সর্বত্র শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে।