স্টাফ রিপোর্টারঃ
বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ও মাফিয়া ডন খ্যাত-বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে বুধবার রাতে আটক করেছে বিজিবি।
বুধবার (২ অক্টোবর) রাতে রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদশা মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থায় করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই বাদশা। তিনি ১৫ টিরও বেশি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
এর পূর্বে ৩১টি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয় সীমান্তের এই ডন বাদশা। গ্রেফতার বাদশা মিয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বাদশা আন্তঃদেশীয় মাদকপাচারকারীদের সরদার হিসেবেও পরিচিত। যার নামে দেশের বিভিন্ন থানায় রয়েছে অস্ত্র ও মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের অসংখ্য মামলা। তারপরও থেমে নেই বেপরোয়া বাদশা মল্লিক।
০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনাপোলে মাদক সম্রাট বাদশা মল্লিক আটক
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৬:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- ৩১৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ