০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ইউনাইটেড পরিবহন বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে।।
ময়মনসিংহে ইউনাইটেড পরিবহন বন্ধের প্রতিবাদে শ্রমিকরা আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সকাল থেকেই দুই দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানান, পরিবহন বন্ধের সিদ্ধান্তের ফলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত সমাধানের দাবি জানিয়ে তারা বাইপাস মোড়ে অবস্থান নেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে ময়মনসিংহ বাইপাস মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি প্রয়োজনে কিছু প্রাইভেটকার ও ছোট যানবাহন বিকল্প পথে বাকৃবি এলাকার ভেতর দিয়ে সুতিয়াখালি হয়ে বালিপাড়া মোড় পর্যন্ত চলাচল করছে। এতে বিকল্প পথেও যানজট ও ধীরগতির কারণে দুর্ভোগ বেড়েছে।
ঢাকা ও গাজীপুরমুখী যাত্রীরা জানান, কয়েক ঘণ্টা ধরে রাস্তায় আটকে আছেন তারা। কেউ কেউ হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে বাস ও পণ্যবাহী ট্রাকের সারি লম্বা হয়ে পড়েছে, ফলে শহর ও আশপাশের এলাকায়ও যান চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অবরোধ ও যানজটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান ও মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ইউনাইটেড পরিবহন বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Update Time : ১২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে।।
ময়মনসিংহে ইউনাইটেড পরিবহন বন্ধের প্রতিবাদে শ্রমিকরা আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সকাল থেকেই দুই দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানান, পরিবহন বন্ধের সিদ্ধান্তের ফলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত সমাধানের দাবি জানিয়ে তারা বাইপাস মোড়ে অবস্থান নেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে ময়মনসিংহ বাইপাস মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি প্রয়োজনে কিছু প্রাইভেটকার ও ছোট যানবাহন বিকল্প পথে বাকৃবি এলাকার ভেতর দিয়ে সুতিয়াখালি হয়ে বালিপাড়া মোড় পর্যন্ত চলাচল করছে। এতে বিকল্প পথেও যানজট ও ধীরগতির কারণে দুর্ভোগ বেড়েছে।
ঢাকা ও গাজীপুরমুখী যাত্রীরা জানান, কয়েক ঘণ্টা ধরে রাস্তায় আটকে আছেন তারা। কেউ কেউ হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে বাস ও পণ্যবাহী ট্রাকের সারি লম্বা হয়ে পড়েছে, ফলে শহর ও আশপাশের এলাকায়ও যান চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অবরোধ ও যানজটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান ও মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।