০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে একসঙ্গে ৫ সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।
বড় মেয়ের বয়স ১৪, আর ছোটটির বয়স ১১। এবার মেরিনা খাতুন (৩৫) একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের মা হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারে এই সন্তান প্রসব করেন তিনি।
মেরিনা খাতুন বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী।
মেরিনা খাতুনের মামা নয়ন বাবু জানান, তারা আগে থেকেই তিনটি বাচ্চা হবে বলে জানতেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার প্রসব বেদনা ওঠে।
পরে নওগাঁ থেকে এক প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা। এখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বুধবার বেলা ১১টায় অস্ত্রোপচারের পর একে একে পাঁচটি সন্তান হওয়ায় অবাক সবাই।
রামেক হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন বলেন, ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একজনের ওজন ১ কেজি, দুইজনের ১ কেজি ৩০০ গ্রাম করে এবং দুইজনের ১ কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

রাজশাহী মেডিকেলে একসঙ্গে ৫ সন্তান প্রসব

Update Time : ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।
বড় মেয়ের বয়স ১৪, আর ছোটটির বয়স ১১। এবার মেরিনা খাতুন (৩৫) একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের মা হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারে এই সন্তান প্রসব করেন তিনি।
মেরিনা খাতুন বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী।
মেরিনা খাতুনের মামা নয়ন বাবু জানান, তারা আগে থেকেই তিনটি বাচ্চা হবে বলে জানতেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার প্রসব বেদনা ওঠে।
পরে নওগাঁ থেকে এক প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা। এখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বুধবার বেলা ১১টায় অস্ত্রোপচারের পর একে একে পাঁচটি সন্তান হওয়ায় অবাক সবাই।
রামেক হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন বলেন, ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একজনের ওজন ১ কেজি, দুইজনের ১ কেজি ৩০০ গ্রাম করে এবং দুইজনের ১ কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে।