০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক হায়াতের পরিবারকে লাখ টাকা সহায়তা ও সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি সেলিমের

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৭৩ Time View

বাগেরহাট প্রতিনিধি | বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে বাগেরহাটে এসে হায়াত উদ্দিনের গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। এ সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

এছাড়া, নিহত হায়াত উদ্দিনের দুই শিশুর মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেন এম এ এইচ সেলিম।

পরিদর্শনকালে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুল হক কিশোর, সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আতিয়ার সরদার ও সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় এম এ এইচ সেলিম সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক ও বিএনপি নেতা এস. এম. হায়াত উদ্দিন (৪২) কে কুপিয়ে হত্যা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

সাংবাদিক হায়াতের পরিবারকে লাখ টাকা সহায়তা ও সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি সেলিমের

Update Time : ১২:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বাগেরহাট প্রতিনিধি | বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে বাগেরহাটে এসে হায়াত উদ্দিনের গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। এ সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

এছাড়া, নিহত হায়াত উদ্দিনের দুই শিশুর মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেন এম এ এইচ সেলিম।

পরিদর্শনকালে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুল হক কিশোর, সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আতিয়ার সরদার ও সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় এম এ এইচ সেলিম সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক ও বিএনপি নেতা এস. এম. হায়াত উদ্দিন (৪২) কে কুপিয়ে হত্যা করা হয়।