সবুজদিন ডেস্ক।।
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে এ সংক্রান্ত সরকারি কমিটি। নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ পাঠাতে হবে এসব তথ্য।
রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমত, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ১ জুলাই (২০২৪) পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ পাঠাতে হবে। দ্বিতীয়ত, প্রতিকারপ্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে কিংবা সংশ্লিষ্ট গণমাধ্যমের সম্পাদকের সুপারিশসহ press1@moi.gov.bd ইমেইলে তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে হবে।
এ ছাড়া সাংবাদিকতার প্রত্যয়ন বা গ্রহণযোগ্য প্রমাণপত্র এর সঙ্গে সংযুক্ত করতে হবে।
কারা সাংবাদিক হিসেবে গণ্য হবেন, বিষয়টির ব্যাখ্যা করে বিবরণীতে বলা হয়, সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধির (যদি থাকে) সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা ওই আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।
তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য পাঠানো যাবে না বলেও এতে উল্লেখ করা হয়।
গত ৭ অক্টোবর গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গঠিত হয়।
০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে সরকার
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- ১৪৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ