০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক হিসাব জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩৯ Time View

সবুজদিন রিপোর্ট।।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, তাপসের তিন ব্যাংক হিসাবের মধ্যে প্রিমিয়ার ব্যাংকে ১৭ লাখ ৮১ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ হাজার ২৪১ টাকা এবং প্রাইম ব্যাংকে ৭ হাজার ৬৪৯ টাকা রয়েছে। দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান এই তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদ দখল করেছেন। তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেন করা হয়েছে। এই সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। আদালত জানিয়েছেন, এখন পর্যন্ত প্রাপ্ত সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

তাপস ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে ঢাকা-১০ আসন থেকে পুনরায় সংসদ সদস্য হন। ২০২০ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আর দেখা যাননি এবং ধারণা করা হচ্ছে তিনি ইতিমধ্যে বিদেশে অবস্থান করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক হিসাব জব্দ

Update Time : ০৩:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

সবুজদিন রিপোর্ট।।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, তাপসের তিন ব্যাংক হিসাবের মধ্যে প্রিমিয়ার ব্যাংকে ১৭ লাখ ৮১ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ হাজার ২৪১ টাকা এবং প্রাইম ব্যাংকে ৭ হাজার ৬৪৯ টাকা রয়েছে। দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান এই তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদ দখল করেছেন। তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেন করা হয়েছে। এই সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। আদালত জানিয়েছেন, এখন পর্যন্ত প্রাপ্ত সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

তাপস ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে ঢাকা-১০ আসন থেকে পুনরায় সংসদ সদস্য হন। ২০২০ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আর দেখা যাননি এবং ধারণা করা হচ্ছে তিনি ইতিমধ্যে বিদেশে অবস্থান করছেন।