আন্তর্জাতিক ডেস্ক ||
২৫ কেজি ওজনের স্বর্ণালঙ্কার পরে ভারতের অন্ধ্র প্রদেশের বিখ্যাত তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে পূজা দিতে গিয়েছেন চার ভক্ত। পুনে থেকে যাওয়া এই ভক্তদের মধ্যে দুই পুরুষ, এক নারী ও এক শিশু ছিল। শুক্রবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চার ভক্তের গলায় বেশ কয়েকটি মোটা সোনার চেইন, চোখে সোনার সানগ্লাস, হাতে চুড়ি ও অন্যান্য অলঙ্কার ছিল। এগুলোর মূল্য প্রায় ১৮০ কোটি রুপি। এই ভক্তদের নিরাপত্তায় দুই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও এক পুলিশ সদস্য ছিল।
প্রাচীন পাহাড়ি এই মন্দিরে প্রতিদিন ৭৫ হাজার থেকে ৯০ হাজার তীর্থযাত্রী আসে।
তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি) এর নির্বাহী কর্মকর্তা শ্যামলা রাও জানান, বিশ্ব বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের দানবাক্সে জুলাই মাসে ১২৫ কোটি রুপি জমা হয়েছিল। আট লাখ ৬০ হাজার ভক্ত জুলাই মাসে মন্দিরে আচার-অনুষ্ঠান করেছেন। মন্দির কর্তৃপক্ষ একই সময় এক কোটিরও বেশি লাড্ডু (পবিত্র মিষ্টি) বিক্রি করেছে।
০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫ কেজি স্বর্ণালঙ্কার পরে ভক্ত গেলেন পূজা করতে
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ১০:০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- ২০১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ