০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ওসমান হাদির বোনের হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত মূল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় ওসমানের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তার বোন। অনুষ্ঠানে তার ভগ্নিপতিও উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন ওসমান হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন।

ওসমানের বোন মাসুমা সুলতানা বিন হাদি বলেন, ‘ওসমান শুধু ভারতের শত্রু নয়, ওসমান এই দেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, লুটের রাজনীতি করে, তাদের শত্রু।’

লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভারত আমাদের কোনো দিনও বন্ধু ভাবে না। তাই ইনসাফের রাষ্ট্র সেদিন কায়েম হবে, যেদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারব। এ ছাড়া কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে। ওসমান যেন আরও তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে, এই দোয়া চাই।’

তিনি আরও বলেন, ‘শুধু ওসমানের মাথায় গুলি লাগেনি সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ। স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর গুলি লেগেছে। যখন কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয়নি, তখন তরুণরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল ওই তরুণদের হাতে-কলমে রাজনীতি শেখানো। কিন্তু তারা কী করল, ওদের গালি দেওয়া শুরু করল। হাঁটুর বয়সী, কোমড়ের বয়সী বলে কটূক্তি করত, আমি বলব ওসমানের মাথায় গুলির জন্য ওরাও দায়ী।’

অনুষ্ঠানে ওসমানের ভগ্নিপতি আমির হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আপনারা এখনো ওসমান হত্যাচেষ্টার প্রধান আসামিকে ধরতে পারেননি। এটা আপনাদের চরম ব্যর্থতা। আপনারা চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধার কথা বলছেন, এক ওসমান হাদি বেঁচে থাকলে আমরা এসব কিছুই চাই না। মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না।’

এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন জেহাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ওসমান হাদির বোনের হুঁশিয়ারি

Update Time : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

সবুজদিন রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত মূল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় ওসমানের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তার বোন। অনুষ্ঠানে তার ভগ্নিপতিও উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন ওসমান হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন।

ওসমানের বোন মাসুমা সুলতানা বিন হাদি বলেন, ‘ওসমান শুধু ভারতের শত্রু নয়, ওসমান এই দেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, লুটের রাজনীতি করে, তাদের শত্রু।’

লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভারত আমাদের কোনো দিনও বন্ধু ভাবে না। তাই ইনসাফের রাষ্ট্র সেদিন কায়েম হবে, যেদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারব। এ ছাড়া কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে। ওসমান যেন আরও তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে, এই দোয়া চাই।’

তিনি আরও বলেন, ‘শুধু ওসমানের মাথায় গুলি লাগেনি সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ। স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর গুলি লেগেছে। যখন কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয়নি, তখন তরুণরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল ওই তরুণদের হাতে-কলমে রাজনীতি শেখানো। কিন্তু তারা কী করল, ওদের গালি দেওয়া শুরু করল। হাঁটুর বয়সী, কোমড়ের বয়সী বলে কটূক্তি করত, আমি বলব ওসমানের মাথায় গুলির জন্য ওরাও দায়ী।’

অনুষ্ঠানে ওসমানের ভগ্নিপতি আমির হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আপনারা এখনো ওসমান হত্যাচেষ্টার প্রধান আসামিকে ধরতে পারেননি। এটা আপনাদের চরম ব্যর্থতা। আপনারা চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধার কথা বলছেন, এক ওসমান হাদি বেঁচে থাকলে আমরা এসব কিছুই চাই না। মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না।’

এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন জেহাদি।