সবুজদিন অনলাইন ডেস্ক।।
ঢাকা-১২ আসনটি জোটের প্রার্থীকে বিএনপি ছেড়ে দিচ্ছে বলে জানা গেছে। এই আসনে জোটের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির একটি সূত্র আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন সাইফুল আলম নীরব। এরই মধ্যে তিনি জনসংযোগও চালিয়ে যাচ্ছেন। তবে চূড়ান্ত মনোনয়নে তিনি বাদ পড়তে পারেন। তার জায়গায় মনোনয়ন পেতে পারেন জোটের প্রার্থী সাইফুল হক।
আগামী ২০ ডিসেম্বর এই আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে বিএনপি।
Reporter Name 







