মিয়া সুলেমান, ইশ্বরগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের পর ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের একমাত্র সরকারি এমপিওভুক্ত ও ঈর্ষণীয় অগ্রগতির ধারাবাহিক সাফল্যে সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর ১টার দিকে মাদ্রাসার অফিসকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ, নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসারের সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অ্যাড-হক কমিটির সভাপতি দ্বিতীয়বারের মতো পুনরায় সভাপতি নির্বাচিত হন। সভার শুরুতেই নবনির্বাচিত সদস্যদের পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই উন্নতির চাবিকাঠি। কোনো অবস্থাতেই শিক্ষাচ্যূত হওয়া চলবে না। শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উল্লেখ্য, বোর্ড অনুমোদনের জন্য বিধি অনুযায়ী পরিচালনা পর্ষদের তালিকা প্রেরণ করা হলে তা প্রজ্ঞাপণকৃত হয়ে প্রকাশিত হয় (স্মারক নং—বামাশিবো/প্রশা/২২৪২৫১১১৮১৫১/১২৩৯০৮)। উক্ত পত্রের আলোকে আজ নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম খান মণি (সাবেক চেয়ারম্যান, ৪নং আঠারবাড়ি ইউনিয়ন পরিষদ) শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো। শিক্ষাই গতি—দূর করে যত কালো। তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগে শিক্ষাই পারে মানবজীবনকে উন্নততর করতে।”
অভিভাবক সদস্যদের মধ্যে রাকিবুল ইসলাম রকি শিক্ষার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, “ডিজিটাল শিক্ষামাধ্যম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, দক্ষ শিক্ষক তৈরি, যুগোপযোগী পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
শিক্ষক প্রতিনিধি ও এনটিআরসিএ (২য় ব্যাচ) নিয়োগপ্রাপ্ত ইংরেজি শিক্ষক মো. সোলেমান মিয়া তাঁর বক্তব্যে শিক্ষার দর্শন তুলে ধরে বলেন— “শিক্ষা কেবল ফলাফলের জন্য নয়, শিক্ষা জাগায় অন্তর্নিহিত শক্তি ও স্বপ্নের ধ্যান। শিক্ষা শেখায় সাহসী হতে, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।”
সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রম জোরদার, আর্থিক ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নিয়মিত সভা আয়োজন, বিভিন্ন উপকমিটি গঠন এবং চলমান কার্যক্রম তদারকির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে সভাপতি সকল সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।”
শান্তিপূর্ণ পরিবেশে সভা সমাপ্ত হয়। এ সময় উপস্থিত সবাই শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 










