মোরেলগঞ্জ প্রতিনিধি |
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. সহিদুল ওরফে সাইদুল মল্লিককে(৫৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৬ এর একটি আভিযানিক দল। রবিবার বেলা ১১ টার দিকে তাকে মোরেলগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন র্যাব-৬ এর সদস্যরা। এর আগে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মফেজ মল্লিকের ছলে বহরবুনিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সায়েদুল মল্লিক বলেন স্থানীয় রাজনৈতিক কর্মসূচি পালন শেষে এলাকায় ফেরার পথে র্যাব সদস্যদের হাতে আটক হন। রবিবার র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। শহিদুল মল্লিক সাজাপ্রাপ্ত অবস্থায় কতদিন পলাতক ছিলেন তা জানা যায়নি।
রবিবার গণমাধ্যমে পাঠানো র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯৮ সালে বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার প্রধান আসামী শহিদুল মল্লিককে(৫৫) দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডাদেশ দেয় বিজ্ঞ আদালত। উক্ত হত্যাকান্ডের পরে শহিদুল মল্লিক বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে সন্ত্রাসী কর্মকাÐ ও চাঁদাবাজি পরিচালনা করছেন এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬, (সদর কোম্পানীর) একটি চৌকস গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির আশ্রয়ে শহিদুল মল্লিককে আটক করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, শহিদুল মল্লিকের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় গ্রেফতারী পরোয়ারা জারি রয়েছে। র্যাব সদস্যরা আটক করে থানায় দেওয়ার পরে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে
১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৫:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- ২৫৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ