পাবনা প্রতিনিধি ||
পাবনার আমিনপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছে চাচা মালু শেখ (৪২)। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে বেড়া উপজেলার আমিনপুর থানার শীতলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মালু শেখ বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের শীতলপুর গ্রামের ভুলাই শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মালু শেখ ও তার ভাই জালাল শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বেলা ১২টার দিকে নিহত মালু শেখের বাড়িতে ভাতিজা আরিফের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ভাতিজা আরিফ চাচা মালু শেখকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, খবর পাওয়ার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ভাতিজা আরিফ ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- ২৬১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ